আমুদরিয়া নিউজ : বুধবার গভীর রাতে ঢাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়ে ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। ২ জন মারাত্মক জখম হয়েছেন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ে আগুন কীভাবে লাগল তা নিয়ে রহস্য দানা বাঁধছে। কারণ, শেখ হাসিনা সরকারের ামলের নানা দুর্নীতির তদন্ত করছিল অন্তর্বর্তী সরকার। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছিল বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই প্রমাণ লোপাটের ষড়যন্ত্র কি না সেই প্রশ্নও রয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে বলে সে দেশের সরকার জানিয়ে দিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাত ২টোর কয়েক মিনিট আগে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায়।