আমুদরিয়া নিউজ : বারবিকিউ বানাচ্ছিলেন এক ব্যক্তি। মাংস সেঁকতে সেঁকতে তিনি তাঁর মোবাইল ফোনটিকে ওভেনে রেখে দেন। সেটিতে যথারীতি আগুন ধরে যায়। এরপর তিনি সেটি দেখতে পান। সেটিকে বের করতে গিয়ে তাঁর মনে পড়ে সেটি তাঁর বউয়ের মোবাইল। তিনি কিছুই হয়নি এমন দেখিয়ে মোবাইলটিকে পাশের সোফায় রেখে দিয়ে তাঁর স্ত্রীকে ডাকতে যান। কিন্ত, মোবাইলের আগুন তখনও নেভেনি। এতে তাঁর সোফায় আগুন ধরে যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে লোকজনের কমেন্ট উনি সমস্ত বাড়ি ঘর জ্বালিয়ে শান্ত হবেন।
