আমুদরিয়া নিউজ : ২০২৩ সাল অবধি ডেনমার্কে ধর্ম সংক্রান্ত আইন অনেক শিথিল ছিল। সে সময়ে ডেনমার্কে একাধিক ঘটনা ঘটেছে। যেমন কোরাণ পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি এলাকায়। কিন্তু, সে দেশের প্রচলিত আইনে এ ধরনের কাজ অপরাধের তালিকাভুক্ত ছিল না। তা নিয়ে দুনিয়া জুড়ে নানা দেশ সমালোচনা করে। ২০২৩ সালের ৭ ডিসেম্বর একটি আইন পাস হয় ডেনমার্কের পার্লামেন্টে।
সে আইনে প্রকাশ্যে ও জনসমক্ষে কোরআন পোড়ানো, ছেঁড়া বা কোনও ধরনের অবমাননা করা এবং তার ভিডিও তোলাকে বেআইনি ঘোষণা করা হয়। তার জেরেই সম্প্রতি এক ব্যক্তি অভিযোগ করায় প্রথম মামলা হয়েছে দুজনের বিরুদ্ধে।