আমুদরিয়া নিউজ : মহিলা যাত্রীদের জন্য লেডিস স্পেশাল বাস পরিষেবার সূচনা হল উত্তরবঙ্গে। সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে কোচবিহার-আলিপুরদুয়ার রুটে এই লেডিস স্পেশাল বাস পরিষেবা শুরু হল। এদিন সকাল দশটার সময় এনবিএসটিসি-র কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে মহিলা যাত্রীদের নিয়ে আলিপুরদুয়ারের পথে রওনা এই স্পেশাল বাস। এই বাসে যাত্রীদের টিকিট সংগ্রহের দায়িত্বে রয়েছেন মহিলা কন্ডাকটর। মূলত অফিস টাইমে এই বাস পরিষেবা চলবে বলে জানা গিয়েছে।
প্রথম দিন বেশ কিছু মহিলা যাত্রী এই বাসে যাত্রা করেন। আপাতত কোচবিহার-আলিপুরদুয়ার রুটে এই পরিষেবা চালু হলেও পরবর্তীতে শিলিগুড়ি ও দিনহাটা রুটেও এই পরিষেবা চালু করতে উদ্যোগী এনবিএসটিসি। সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই বিষয়ে জানান, গত সেপ্টেম্বর মাসে বোর্ড মিটিংয়ে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজকে কোচবিহার-আলিপুরদুয়ার রুটে এই লেডিস স্পেশাল বাস চালু হল। মহিলা যাত্রীরা এরফলে উপকৃত হবেন।