আমুদরিয়া নিউজঃ সুফল বাংলার ধাঁচে এবার টাটকা মাছের স্টল খুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্টলগুলিতে ন্যায্যমূল্যে টাটকা মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর। জানা গিয়েছে, প্রথম দিকে ৩৫টি স্টল খোলা হবে।
শহরের সুফল বাংলার পাশেই তৈরি করা হবে মাছের স্টল। ইতিমধ্যেই মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে এই প্রকল্পটি। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২.৫৩ কোটি টাকা। আপাতত কলকাতা শহরে চালু হবে এই স্টলগুলি। পরে জেলাতেও চালু হবে।