আমুদরিয়া নিউজঃ আড়ম্বর ছাড়া পতাকা অর্ধনমিত রেখে জেলা পুলিশের ৬৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে। শুক্রবার পুলিশ লাইনের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি ড. সন্তোষ নম্বলকর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং- এর প্রয়ানের দরুন শোকের আবহে এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি প্রটোকল মেনে কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন করা হয়নি। আনন্দ দায়ক কোনো ইভেন্ট এদিন রাখা হয়নি ক্রীড়া প্রতিযোগিতায়। তবে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ কর্মীরা তাতে অংশ নিয়েছেন।
পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। ডিআইজি সাহেবের হাত দিয়ে প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। সেই কারণে শোকের মধ্যে এই ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে। তাই কোনো ধরণের এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান করা হবে না।