আমুদরিয়া নিউজঃ পঞ্চমীর রাত। কোচবিহারে ঠাকুর দেখতে মন্ডপে মন্ডপে ভিড় করতে শুরু করেছে দর্শনার্থীরা। এমন সময় বাধ সাধল বৃষ্টি। আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তাকে সঠিক প্রমান করে নামল বৃষ্টি। সঙ্গে বিদ্যুতের ঝলকানি ও গুরু গুরু ডাক। সমস্যায় পড়লেন দর্শনার্থীরা। বৃষ্টি থেকে বাচতে আশ্রয় নিলেন রাস্তার পাশের ছাউনি অথবা পুজো মন্ডপের আশেপাশে।
