আমুদরিয়া নিউজ : কলকাতায় এবার বাঘা যতীন কলোনি এলাকায় একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়ল। মঙ্গলবার দুপুরে বাঘা যতীন অঞ্চলের বিদ্যাসাগরের কলোনির ঘটনা। ওই বাড়ির নিচের দিকটা বিধ্বস্ত। পুলিশ জানা, আবাসনে কোনও বাসিন্দাই থাকতেন না। বছর দশেক আগে তৈরি হয়েছিল ওই বহুতলটি। আগেই সেটি কিছুটা হেলে পড়েছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন ওই ফ্ল্যাট বাড়ির প্রোমোটার।