আমুদরিয়া ডেস্কঃ কথায় বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। নাইজেরিয়ার বিধ্বংসী বন্যা হয়েছে। সেই বানের জলে একটি জেলের পাঁচিল ধসে যায়। সেই সুযোগে অন্তত ৩০০ জন বন্দি সাঁতরে পালিয়ে গিয়েছে।
নাইজেরিয়ার মাইদিগুরি শহরের ঘটনা। রবিবার দুপুরের ঘটনা। সেখানকার পুলিশ এখন বন্যা পরিস্থিতি সামাল দেবে না পলাতক বন্দিদের খুঁজবে তা নিয়েই দিশেহারা। তবে ৭ জনকে পুলিশ ধরে ফেলেছে।