আমুদরিয়া নিউজ: আমেরিকার খেলনা কোম্পানি ম্যাটেল ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরির যুগলবন্দিতে উৎসবের মরশুমে ভারতীয় রূপে দেখা যাচ্ছে অনেকের প্রিয় বার্বিকে। এই প্রথম চন্দ্রালোকিত ফুলেল লেহেঙ্গায় বার্বিকে সাজালেন অনিতা। ফ্লোরাল কোটি ভেস্ট, লেহেঙ্গা চোলিতে ডালিয়া, জুঁই আর পদ্মের মোটিফেই ফুটে উঠছে সৌন্দর্য। ছোট্ট গোলাপি টিপ, স্বর্ণালী বালা আর কানের দুলে বার্বির অঙ্গে অঙ্গে যেন ঠিকরে পড়ছে ঐতিহ্যের দ্যুতি।
পারদ চড়াচ্ছে পায়ের গোল্ডেন স্টিলেটো আর মাথার মাঝ বরাবর আঁটোসাঁটো পনি টেল। আদতে ভারতীয় শিল্প-কারিগরিতে ও দীপাবলির আনন্দের রোশনাইতে ঝলসে উঠছে বার্বির দেশি লুক।