আমুদরিয়া নিউজ: ‘সেনোরিটা’, ‘ইন মাই ব্লাড’ কিংবা ‘ট্রিট ইউ বেটার’ গেয়ে গত কয়েক বছরে রীতিমতো ঝড় তুলেছেন তরুণ প্রজন্মের হার্টথ্রব কানাডিয়ান পপ তারকা শন মেন্ডেজ। এবার তাঁর নতুন গানের লিরিক্স নিয়ে ফ্যানদের মধ্যে কানাঘুষো। আগামী ১৪ই নভেম্বর মুক্তি পেতে চলেছে শনের লেখা ও সুর করা ‘দ্য মাউন্টেন’। সম্প্রতি নিউ ইয়র্কের উডস্টকে পারফর্ম করতে গিয়ে এই গানটিকেই নিজের প্রিয় গানগুলির মধ্যে একটি বলে উল্লেখ করেন শন। ব্যস! নিন্দুকদের আর আটকায় কে!
নিজের লাভ লাইফ, সেক্সুয়ালিটি নিয়ে ফ্যান ও নিন্দুকদের কৌতূহলের জবাব অবশ্য দিতে ছাড়লেন না শন। এর আগেও বহুবার ‘গে’ তকমা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছেন তিনি। সহকর্মী পপস্টার ক্যামিলা ক্যাবেলো এবং সাবরিনা কার্পেন্টারের নাম নিয়ে পর্যন্ত বলে এসেছেন মেয়েদেরকেই ডেট করছেন।
২০১৬ সালে একটি সাক্ষাৎকারে জানান, সাধারণত এসব নিয়ে না ভাবলেও একবার ইউটিউবে নিজের ইন্টারভিউগুলোর কমেন্ট সেকশনে চোখ রাখেন শন। লক্ষ্য করেন সেখানে অনেকেই লিখেছেন শন ও তাঁর গান ‘গে ভাইব’ তথা এক সমকামিতার অনুভূতি দেয় শ্রোতাদের। ২০২০ সালে আরেক সাক্ষাৎকারে এ ধরণের মন্তব্যকারীরা কতটা অশিক্ষিত এবং তাঁদের মধ্যে সংবেদনশীলতার অভাব কতটা, তাদের তৈরি এসব গুজবকে হাস্যকর বলে উল্লেখ করে বিরক্তি প্রকাশ করেন। কীভাবে তারকাদের লাইফস্টাইলের পেছনে ছিনে জোঁকের মত পড়ে থাকেন সাধারণ মানুষ! বলেন, একজন সমকামী না হয়েও তাঁকে যেভাবে সমকামী তকমা দাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে আদতে যারা এই কমিউনিটিতে রয়েছেন তাঁদের কত কীই না সয়ে যেতে হয়!
চলুন জেনে নেওয়া যাক, নভেম্বরে মুক্তি পেতে চলা বহু সমালোচিত শনের সেই গানের লিরিক্সে কী এমন রয়েছে।
নিজের লেখা ও সুরে শনের গানের সেই বিতর্কিত লাইনটিতে বলা হয়েছে, “তুমি বলতে পারো আমি খুবই তরুণ বা অতি বৃদ্ধ, তুমি বলতে পারো আমি মেয়েদের পছন্দ করি, কিংবা ছেলেদের, নিজের সাথে যা মানানসই তাই মেনে নাও” (You can say I’m too young, you can say I’m too old, you can say I like girls or boys, whatever fits your mould)
Leave a Comment