আমুদরিয়া নিউজ : শনিবার তেলেঙ্গানার নাগরকুর্নুলের শ্রীশৈলম বাঁধের পিছনে ৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ভেঙে পড়ে। ৪৮ ঘণ্টা ধরে সেখানে আটকে ৮ শ্রমিক। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। কাদা ও জলের কারণে শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, এমনই অনুমান করা হচ্ছে। উদ্ধারকার্য অব্যাহত।
