আমুদরিয়া নিউজ : এক তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেও ইউপিএসসি উত্তীর্ণ হওযার পরে তাঁকে বিয়ে করতে রাজি হননি এক তরুণ, এই অভিযোগে তাঁকে জবরদস্তি বিয়ে করানো হয়েছে। বিহারের বেগুরসারাই জেলার ঘটনা। সেখানকার বাসিন্দা অবনীশ কুমার সম্প্রতি ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন। তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে লাখিসারাই জেলার গুঞ্জন নামের এক তরুণীর আত্মীয়রা জবরদস্তি বিয়ে দিয়েছে বলে অভিযোগ।
গুঞ্জনের দাবি, তাঁর সঙ্গে অবনীশের চার বছরের সম্পর্ক ছিল। সরকারি চাকরি পাওয়ায় অবনীশ গুঞ্জনকে বিয়ে করতে চায়নি বলে অভিযোগ। বর্তমানে যে যাঁর বাড়িতে থাকলেও দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে। অবনীশের দাবি, ওই তরুণীর সাথে তাঁর তেমন সম্পর্ক ছিল না, অথচ তাঁকে বিরক্ত করতেন ওই তরুণী।