আমুদরিয়া নিউজঃ রাত পোহালেই উপ নির্বাচন মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। কিন্তু এই রাতটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলদাপাড়া বন বিভাগের। এই মুহূর্তে ১২০-১৩০ টি হাতির দল ঘোরাফেরা করছে জঙ্গলের বিভিন্ন এলাকায়। আর এতেই রাতের ঘুম উড়েছে বন কর্মীদের। জঙ্গল লাগোয়া অনেক ভোট কেন্দ্র জারি করা হয়েছে রেড এলার্ট। সংশ্লিষ্ট বুথ গুলির ভোট কর্মীদের সুরক্ষা দিতে তৎপর বন দফতর। নাওয়া খাওয়া ছেড়ে লাগাতার টহল দিচ্ছেন বন কর্মীরা।
বিশেষ করে মাদারিহাট এর উত্তর ও দক্ষিণ সাটাম বাড়ি ও এনটার খয়ের বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা বুথ গুলিতে রেড এলার্ট জারি করেছে বন দফতর। ভোট কর্মীরা যাতে ভীত সন্ত্রস্ত হয়ে না পড়েন তার জন্য ওই সব এলাকাতে বন কর্মীদের তীক্ষ্ণ নজরদারি চলছে বলে জানা গিয়েছে।