আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কালচিনিতে বুনো হাতির হামলায় মৃত্যু হলো এক বন কর্মীর। জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকেই গোটা ছয়েক বুনো হাতি কালচিনি চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে। খবর পেয়ে বিভিন্ন রেঞ্জ থেকে বন কর্মীরা কালচিনি চা বাগানে আসেন হাতিগুলোকে জঙ্গলে ফেরত পাঠাতে। তারা যখন হাতি গুলোকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছিলেন তখন একটি হাতি একজন বন কর্মীর ওপর হামলা চালায় হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ বন কর্মীর। মৃত বন কর্মীর নাম মদন দেওয়ান (৫০)। মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বন দপ্তর সূত্রে জানানো হয় সরকারি নিয়ম অনুসারে মৃত বন কর্মীর পরিবারকে সহায়তা করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে হাতিগুলো কালচিনি চুয়াপাড়া রাস্তায় অবস্থান করছে। বন কর্মীরা কড়া নজরদারি চালাচ্ছেন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম