আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় ধরা পড়েছে, চিতাকে জল খাওয়ানোর একটি দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, বন বিভাগের এক গাড়ি চালক তীব্র গরমে তৃষ্ণার্ত চিতা ও তার বাচ্চাদের জল খাওয়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের এক পার্শ্ববর্তী গ্রামে। কিন্তু এই মানবিক কাজের জন্য উল্টে শাস্তি পেতে হল ওই চালককে। এক প্রতিবেদন অনুসারে, ভিডিও ভাইরাল হওয়ার পর বন বিভাগের চালক সত্যনারায়ণ গুরজরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের মতে, এই ধরনের আচরণ চিতাদের মধ্যে মানুষের প্রতি আস্থা তৈরি করতে পারে। যার ফলে তারা লোকালয়ে ঢুকে পড়তে পারে।
