আমুদরিযা নিউজ : আর্থিক তছরুপ মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করেছিল ইডি। মন্ত্রী থাকার সময়ে বেআইনি টাকায় জমি কিনেছিলেন বলে অভিযোগ। ২০২২ সাল থেকে জেলে ছিলেন। সেখানে বারেবারেই অসুস্থ হচ্ছিলেন। অজ্ঞানও হয়েছেন। সুপ্রিম কোর্টে তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন জানানো হয়।
সেই আবেদন মঞ্জুরও করেছে সর্বোচ্চ আদালত।