আমুদরিয়া নিউজ : বিশ্বকবির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার আশায়, এক প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর এক শিক্ষিককে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা এলাকায়। প্রতারণার দায়ে বুধবার রাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। আজ তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।
