আমুদরিয়া নিউজ: মুম্বইয়ে প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে দিল আততায়ীরা। শনিবার রাত পৌনে দশটা নাগাদ তাঁকে তাঁর বাড়ির সামনে তিন আততায়ী গুলি করে। লীলাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আরেকজনের খোঁজ চলছে।
মুম্বই পুলিশকে উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা দাবি করেছে, জেলবন্দি অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের লোকজন এতে জড়িত থাকতে পারে। কারণ, সলমন খানের পাশে দাঁড়িয়েছিলেন বাবা সিদ্দিকি। একসময় কংগ্রেসের বিধায়ক হলেও পরে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীতে যোগ দেন বাবা সিদ্দিকি। তাঁর মৃত্যুর ঘটনায় স্পষ্ট হল, মুম্বই সহ মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই হত্যাকাণ্ডকে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলেছেন। মুম্বয়েরই পুলিশ কমিশনার জানান, অভিযুক্ত দুই বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটকদের একজন উত্তর প্রদেশ ও দ্বিতীয়জন হরিয়ানা রাজ্যের বাসিন্দা।