আমুদরিয়া নিউজ : কদিন আগেই পাক কন্যারসঙ্গে বিয়ে হয়েছে ভারতের এক নেতার ছেলের। এবার পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল রেহমান খান দিওয়ালি অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের হরিয়ানায়। হরিয়ানার রাজনৈতিক নেতা অভয় চৌতালার পরিবারের দেওয়ালি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সিরসা জেলার চৌতালা গ্রামের অনুষ্ঠানে ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাও।
