আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক অপরাধ আদালতের(আইসিসি) রায় অনুযায়ী, মঙ্গলবার ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে পুলিশ গ্রেফতার করেছে। ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে অভিযোগ, মাদক বিরোধী অভিযান চালানোর সময়ে কয়েক হাজার মানুষকে স্রেফ সন্দেহের বশে গুলি করে মারার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
