আমুদরিয়া নিউজ : সোমবার দিল্লির বাসভবনে মৃত্যু হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ দেবেন্দ্র প্রধানের। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বিজেপির ওড়িশা ইউনিট প্রতিষ্ঠা করেন এবং ত্রয়োদশ লোকসভায় দলের টিকিটে দেওগড় আসন থেকে জয়ী হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও কৃষি প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
