আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রয়াত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদ্যাপন করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
