আমুদরিয়া নিউজঃ বাংলাদেশে ঘটে চলা বিভিন্ন অশান্তির ঘটনার প্রতিবাদে পথে নামল ফরওয়ার্ড ব্লক। এদিন কোচবিহার শহরে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের মিছিল থেকে বাংলাদেশ সহ সমস্ত মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহবান জানানো হয়। কোচবিহার শহরে ফরওয়ার্ড ব্লকের জেলা কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে।
এই মিছিলে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক দীপক সরকার, প্রাক্তন সাংসদ অক্ষয় ঠাকুর সহ অন্যান্য নেতা কর্মীরা। বাংলাদেশে সম্প্রতি যেসব অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানান ফরওয়ার্ড ব্লকের নেতারা। তার প্রতিবাদে মানুষকে সামিল হতে আওয়াজ তোলা হয় মিছিল থেকে।