সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৭ নভেম্বর: ভারত ভূটান সীমান্তের জয়গাঁতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার চার। বুধবার আলিপুরদুয়ার জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ থানা এলাকার জি এস টি মোড়ে একটি চার চাকার ছোট গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় দুশো পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা চার ব্যক্তিকে।
জানা গেছে ধৃত চারজন শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে ছোট গাড়ি করে জয়গাঁ আসছিলো। জয়গাঁ প্রবেশের মুখেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান ধৃতরা ব্রাউন সুগার জয়গাঁ থেকে ভুটানে পাচারের ছক কষেছিলো। ধৃত চারজন জয়গাঁ ও লাগোয়া এলাকার বাসিন্দা। বুধবার তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।