আমুদরিয়া নিউজ : কয়েক দিন ধরেই পচা গন্ধ নাকে আসছিল প্রতিবেশীদের। পুলিশের কাছে খবর যায়। পুলিশ গিয়ে বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে হতবাক। সেখানে পড়ে আছে ৫ জনের দেহ। যাঁদের একজন বাবা, বাকিরা তাঁর মেয়ে। দুই মেয়ের মধ্যে দুজন বিশেষ চাহিদাসম্পন্ন। পুলিশ ঘটনাস্থল থেকে বিষ মেশানো কিছু তরল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মৃতের নাম হীরালাল শর্মা। তার চার মেয়ের নাম নীতু (২৬), নিক্কি (২৪), নীরু (২৩) ও নিধি (২০)।