আমুদরিয়া নিউজ : জঙ্গিদের সমর্থনে সোশাল মিডিযা পোস্ট দেওয়ায় নিহত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক এ খবর জানিয়েছে।
ওসামার ছেলে ওমর বিনের বয়স এখন ৪৩ বছর। তাঁর জন্ম সৌদি আরবে। তাঁর শৈশবকাল সেখানেই কেটেছে। তিনি ১৯ বছর বয়সে ছবি আঁকায় নিজের দক্ষতা বাড়াতে ফ্রান্সে যান। তিনি সেখানে থাকেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইললেউ এক্স হ্যান্ডেলে জানান, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে ফ্রান্সে থাকেন। তিনি জঙ্গিদের সমর্থনে পোস্ট দিয়েছেন বলে তাঁকে দেশ ছাড়তে বলেছে ফ্রান্স।