আমুদরিয়া নিউজ : গতকাল শুক্রবার ফ্রাঁসোয়া বাইরুখ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ওই মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বাইরুখকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। চলতি বছরে ফ্রাঁসোয়াকে নিয়ে চারজন প্রধানমন্ত্রী দেখল ফ্রান্স।
গত সপ্তাহে ফ্রান্সের সংসদে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট হয়। ভোটে ওই ডানপন্থী জোটের নেতা পরাজিত হন। তিনি মাত্র তিন মাস প্রধানমন্ত্রী ছিলেন। প্রাক্তন তথা শেষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দেশের সামাজিক নিরাপত্তা বাজেটের ব্যাপারে বিশেষ ক্ষমতা খাটিয়েছিলেন যা অনেকে মেনে নিতে পারেননি।
বর্তমান প্রধানমন্ত্রীর বয়স ৭৩ বছর। তিনি ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি প্রেসিডেন্ট মাখোঁর ঘনিষ্ঠ বন্ধু ও মধ্যপন্থী হিসেবে পরিচিত। তিনি এক সময়ে দেশের একটি এলাকার মেয়র ছিলেন।