আমুদরিয়া নিউজ : ভিনটেজ ওয়াইন অনেকেই সংগ্রহ করে রাখতে ভালবাসেন। সে জন্য চড়া দাম দিয়ে থাকেন সংগ্রাহকরা। কিন্তু, ফরাসি ও ইতালি পুলিশ সম্প্রতি একটি চক্রের সদস্যদের ধরেছে, যারা ভিনটেজ ওয়াইনের নামে সস্তা জিনিস সুন্দর মোড়কে বিক্রি করছিল। একেকটি ওয়াইনের বোতল ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকায় বিক্রি করে সংগ্রাহকদের ঠকাচ্ছিল চক্রটি।
দুই দেশের পুলিশ একযোগে তদন্তে নেমে প্যারিস, তুরিন এবং মিলান থেকে ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের একজন রাশিয়ান। যিনি সন্দেহভাজন রিংলিডার।
তাদের বিরুদ্ধে বিখ্যাত ফরাসি আঙুর খেতের জাল সিলমোহর, ছবি, লোগো বানিয়ে বিশ্ব জুড়ে ওয়াইন ব্যবসায়ীদের ঠকানোর অভিযোগ আনা হয়েছে।