সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১৩ ডিসেম্বর: অনগ্রসর শ্রেনী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হবে তপশীলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের সরকারি চাকরির পরীক্ষার (গ্রুপ বি, সি ও ডি) বিভাগে বিনামূল্যে প্রশিক্ষন শিবির। এই প্রশিক্ষনে অংশ নিতে তপশীলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের উৎসাহিত করার লক্ষ্যে আলিপুরদুয়ার শহরের তপশীলি জাতি ও তপশীলি উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতী ও শিক্ষার্থীদের কেন্দ্রীয় ছাত্রাবাসে দিনভর আয়োজিত হয় উৎসাহ প্রদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের জেলা প্রকল্প আধিকারিক।
তিনি কেন্দ্রীয় হোস্টেলের আবাসিকদের সামনে এই প্রশিক্ষন শিবির সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তাদের প্রশিক্ষন শিবিরে ভর্তি হবার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন চলতি মাসের একত্রিশ তারিখ প্রশিক্ষণ শিবিরে ভর্তির জন্য আবেদন করা যাবে।