আমুদরিয়া নিউজ : এবারও বিনামূল্যে সকলের জন্য খাবারের আয়োজন করা হয়েছে কোচবিহার রাসমেলায়।
কোচবিহার লায়ন্স ক্লাবের উদ্যোগে মেলায় আগত গ্রাম গঞ্জের মানুষের থেকে শুরু করে সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবার নিয়ে তিন বছর হতে চলল এই উদ্যোগ।
প্রতিদিন ১০০ কেজি আটার রুটি, সবজি, আচার জন সাধারণকে বিতরণ করা হচ্ছে। রাসমেলার কয়েকদিন মোট এক লক্ষ মানুষকে বিনামূল্যে খাবার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে লায়ন্স ক্লাব।
কোচবিহার এবিএনশীল কলেজের সামনে রেড ক্রস ভবনে যাওয়ার গলির মুখে সকলের জন্য বিনামূল্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই পরিষেবা চলছে বলে জানা গিয়েছে।
এদিন থেকে প্রচুর মানুষ এই খাবার খেতে সেখানে ভিড় জমান।