উত্তর দিনাজপুর, ১১ সেপ্টেম্বরঃ আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে লাগাতার আন্দোলনচা লাচ্ছেন চিকিৎসক সহ সাধারন মানুষেরা। চিকিৎসকদের এই আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যহত হবার অভিযোগ সামনে আসছে। কিন্তু সাধারন মানুষ যাতে ঠিকমত চিকিৎসা করাতে পারেন, সেই বিষয়ে উদ্যোগী হয়েছেন একদল চিকিৎসক। তারা অভয়া ক্লিনিকের মাধ্যমে একেবারে বিনে পয়সাতে চিকিৎসা দিচ্ছেন। বুধবার করনদীঘি থানার রসাখোয়াতে অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে চিকিৎসা দিলেন চিকিৎসকেরা। সেখানে রোগীর রোগপরীক্ষা থেকে রোগনির্নয়, ওষুধ বিতরন করা হয় বিনামূল্যে। উদ্যোগী চিকিৎসকেরা জানিয়েছেন, একজন কর্তব্যরত চিকিৎসক সরকারী হাসপাতালে খুন হয়ে গেলেন। সেই জঘন্য অপরাধে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই নিয়ে আন্দোলন চলছে। কিন্তু অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একমাস ধরে বিভিন্ন স্থানে এই ক্লিনিক চালানো হবে। ।
