আমুদরিয়া নিউজ : জামা দর করতে গিয়ে দোকানদার বলল, ৬০০ টাকা। এক দাম। বেশ পছন্দ হল খদ্দেরের। খদ্দের জিজ্ঞাসা করলেন, দাম কী এর থেকে কম হবে না ? দোকানদার বলল, না, এর থেকে কম হবে না। তবে দাম যেন একটু বেশিই ঠেকল খদ্দেরের। খদ্দের আরেকটু দরাদরি করতে যাচ্ছিলেন। তবে কথোপকথনের মাঝেই ব্যস্তভাবে এক গুচ্ছ কাপড় হাতে করে মুখ তুলে তাকালেন দোকানের মালিক। তবে তিনি এই দাম দরের বিষয়টি খেয়াল করেননি। খদ্দেরকে দেখেই অবাকভাবে বললেন, আরে তুই ? খদ্দেরের বন্ধু মালিক। খদ্দের ভাবল, এবার বোধহয় দাম কিছু কমবে। বললেন, দেখ না ভাই, এই জামাটা পছন্দ। তবে দামটা একটু কম হলে ভাল হয়। মালিক বেশ লজ্জিতভাবে বললেন, এটা? এ আর এমন কী ? ১২০০ টাকায় কেনা। তুই না হয় ১০০০ টাকাই দিস।