আমুদরিয়া নিউজ : যথাযত মর্যাদার সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালিত হল কোচবিহারে। এদিন সকাল ৯ টায় কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এরপর কুচকাওয়াজ হয়। পুলিশের পাশাপাশি এই কুচকাওয়াজে অংশ নিয়েছিল স্কুল কলেজের পড়ুয়ারা। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো উপস্থিত দর্শকদের নজর কাড়ে। এর পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক গানে নৃত্যানুষ্ঠানে এদিনের অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে। এছাড়া ক্যারাটে, জিমন্যাস্টিক ইত্যাদি প্রদর্শন করা হয়।
সব মিলিয়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস ঘিরে রাজবাড়ি স্টেডিয়ামে উন্মাদনা ছিল তুঙ্গে। শীত ও কুয়াশা উপেক্ষা করে এই অনুষ্ঠান উপভোগ করতে মানুষের ভিড় উপচে পড়ে স্টেডিয়ামে।