আমুদরিয়া নিউজঃ বড়দিন উপলক্ষে সেজে উঠেছে কোচবিহারের বিভিন্ন চার্চ। বড়দিনের উৎসবে মেতে উঠেছেন শহরবাসী। বুধবার সকাল থেকে বিভিন্ন চার্চে খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ ভিড় জমাতে থাকেন। কোচবিহারের নীলকুঠি এলাকায় থাকা এনইএলসি চার্চে এদিন সকাল বেলা প্রার্থনা হয়। সারাদিন নানা ধরণের অনুষ্ঠান হয়। সারাদিন অনেক মানুষ এই চার্চে এসে ভগবান যীশুর প্রতি তাদের ভক্তি জ্ঞাপন করেন। বড়দিন উপলক্ষে কোচবিহারের দেওয়ান হাটের কাছে গাঢ়ো পাড়ায় অবস্থিত দুটি চার্চেও এদিন প্রার্থনা হয়। অনেক মানুষ এই চার্চ দুটিতে গিয়ে বড়দিনের উৎসবে সামিল হন। কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন সেখানে গিয়ে কেক কেটে অন্যদের খাইয়ে এবং নিজেরা খেয়ে বড়দিনের উৎসব উদযাপন করেন।
এছাড়া কোচবিহারের বিভিন্ন চার্চেও দিনটি উদযাপন করা হয়। শহর সংলগ্ন চার্চে বিকেলে পর থেকে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বিভিন্ন নামী কোম্পানীর এবং স্থানীয় বেকারিতে তৈরি কেক কিনতে দোকানে ভিড় করেন সাধারণ মানুষ।