আমুদরিয়া নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস।
তিনি শেখ হাসিনা সরকারের আমলে কী ঘটেছে এবং তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা জানান। সেই সঙ্গে বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও জানিয়ে দেন বাইডেনকে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সার্বিকভাবে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।