আমুদরিয়া নিউজ : বিহারের সরন জেলার কৃষ্ণ কুমার ওরফে গলুর পেটে ভীষণ ব্যাথা হয়েছিল। তাঁকে নিয়ে যাওয়া হয় এক চিকিৎসকের কাছে। অজিত পুরি নামের চিকিৎসক দেখেই বলেন আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। তাতে দেখা যায় পেটের গল ব্লাডারে স্টোন রয়েছে। তখন তিনি অস্ত্রোপচার করার কথা বলেন। গলুর বাবা-মা পটনা হাসপাতালে নিয়ে যাবেন বলেন। কিন্তু ওই ডাক্তার নিজে অপারেশন করাবেন জানান।
গলুর বাবাকে তিনি জেনারেটরের জন্য ডিজেল আনতে পাঠান। তিনি গিয়ে দেখেন ওই ডাক্তার ইউটিউব চালিয়ে তা দেখে দেখে গলুর গল ব্লাডার থেকে স্টোন বার করছেন. অপারেশন শেষ হতেই গলুর পেটে ভয়ঙ্কর ব্যাথা শুরু হয়। সে আর্তনাদ করতে থাকে। তখন হাতুড়ে একটি অ্যাম্বুল্যান্স ডেকে গলু ও তার বাবা-মাকে নিয়ে পটনা হাসপাতালের দিকে রওনা হয়। মাঝপথে গলুর অবস্থা খারাপ হলে গাড়ি থামিয়ে হাতুড়ে ছুটে পালায়। কিছুক্ষণের মধ্যেই গলুর মৃত্যু হয়। হাসপাতালে গেলে চিকিরসকেরা জানান, ভুলভাবে অপারেশনের জন্যই মৃত্যু হয়েছে। পুলিশ হাতুড়েকে খুঁজছে।