আমুদরিয়া ওয়েব ডেস্ক : বিহারের খবর। সেখানে ঘটেছে মারাত্মক ঘটনা। বিহারের সমস্তিপুরের এক বেসরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা এক নার্সকে মদ্যপ অবস্থায় একজন চিকিৎসক তার দুই
শাগরেদকে নিয়ে ধরগণধর্ষণের চেষ্টা করেছিলেন। সে সময় নার্সটি প্রতিরোধ করতে গিয়ে একটি ব্লেড দিয়ে ওই ডাক্তারের পুরুষাঙ্গ কেটে দেন। তাতেই পরিত্রাহী চিৎকার শুরু করে ডাক্তারটি। বাকি দুই শাগরদেও
পালানোর চেষ্টা করে।
কিন্তু, চেঁচামেচিতে অনেক লোকজন জড়ো হয়। শাগরেদদের আটক করেছে পুলিশ। ওই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। তার চিকিৎসা চলছে। পুলিশ ডক্টরস রুম থেকে মদের বোতল, গ্লাস
উদ্ধার করেছে। পুলিশ রক্ত মাখা ব্লেডটি বাজেয়াপ্ত করেছে। যা আত্মরক্ষার জন্য নার্স ব্যবহার করেছিলেন।