আমুদরিয়া নিউজ : নাবালিকা প্রেমিকাকে চা খেতে ডেকে মদের সঙ্গে নেশার ওষুধ মিষিয়ে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে নাবালক প্রেমিক তার দুই বেশি বয়সী বন্ধুর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার অশোকনগর এলাকার ঘটনা। শুক্রবার নাবালিকার পরিবার পুলিশকে জানান। এর পরে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তার বয়স ১৬ বছর। ১৭ বছর বয়সী প্রতিবেশীর সঙ্গে প্রেম ছিল। সেই প্রেমিক তাকে ডেকে একটি প্রাথমিক স্কুলের পিছনে নিয়ে গিয়ে মদের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ায়। সেখানে প্রেমিকের সঙ্গে ১৯ এবং ২২ বছর বয়সী দুই তরুণ ছিল। সকলে মিলে বেহুঁশ নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকা কোনমতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজনকে সব জানালে পরদিন তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন।