আমুদরিয়া নিউজ : বর্ধমানে ভিজয়রাম এলাকায বন্ধুকে আটকে রেখে পাশের ঘরে তাঁর বান্ধবীকে গণধর্ষণের অভিয়োগ উঠেছে। মঙ্গলবার সন্ধের ঘটনা। পুলিশের কাছে অভিযোগ গিয়েছে, দুই তরুণ তরুণী বেড়াতে গিয়েছিলেন ওই এলাকায়। আচমকা কয়েকজন দুষ্কৃতী তাদের আটকে নির্মীয়মান একটি বাড়ির মধ্যে নিয়ে য়ায়। সেখানে তরুণটিকে একটি ঘরে আটকে, পাশের ঘরে তরুণীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ. দুজনে পুলিশের কাছে জানান। পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে।