আমুদরিয়া নিউজ : অতীতে দক্ষিণ কোরিয়া বেলুন ভর্তি লিফলেট উত্তর কোরিয়ায় পাঠিয়েছে। তা নিয়ে হইচই হয়েছে। এবার উত্তর কোরিযা জঞ্জাল ভর্তি বেলুন পাঠিয়ে তা নামিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাড়ির সামনে। তুমুল উত্তেজনা, হইচই। তবে জঞ্জাল আছে, কোনও রাসায়নিক বা বিপজ্জনক মারণাস্ত্র নেই বলে দাবি করেছে উদ্ধারকারীরা।
