আমুদরিয়া নিউজ: তরুণ সমকামী পুরুষ, যাঁরা তথাকথিত গে কালচার মেনে চলেন না, তাঁরা ট্রেনিং নিয়ে ধর্মযাজক হতে পারবেন। এই সিদ্ধান্ত নিয়েছে ইতালির চার্চ। সেখানকার বিধিতে যুক্ত করা হয়েছে এই সিদ্ধান্ত। এতে সমকামী পুরুষদের জন্য যাজক হওয়ার রাস্তা খুলে গেল সে দেশে।
