আমুদরিয়া নিউজ : অস্ট্রেলিয়া সরকার স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পর সেই দেশের প্রতি আনুগত্য প্রকাশ করলেন ২৭ বছর বয়সী, বিশ্বের ১২ নম্বর সেরা টেনিস খেলোয়াড় দারিয়া কাসাতকিনা। তিনি নিশ্চিত করেছেন যে তিনি এখন থেকে অস্ট্রেলিয়ার হয়েই খেলবেন।
২০২২ এর জুলাই মাসে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছিলেন রাশিয়ার ১ নম্বর এই টেনিস তারকা। তার পরেই ঘটে বিপত্তি। সমকামী হওয়ার কারণে এবং রাশিয়ার যুদ্ধের প্রতিবাদ করায় তাঁকে দেশ ছাড়তে হয়। আগে তিনি দুবাই ও স্পেনেও বহুদিন বসবাস করেছিলেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, রাশিয়া- ইউক্রেন যুদ্ধে তিনি রাশিয়ার বিরোধিতা করেছিলেন। তিনি নিজেকে সমকামী হিসেবে প্রকাশ করার পরে বুঝতে পারেন যে, নিজের জীবনে স্বাধীনভাবে বাঁচতে গেলে দেশ ছেড়ে বেরোতেই হবে। অস্ট্রেলিয়া সরকার যে তাঁকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে তাতে তিনি কৃতজ্ঞ।
সাম্প্রতিক বছরগুলিতে, রাশিয়া তার প্রচার-বিরোধী আইনের অধীনে এলজিবিটিকিউ প্লাস অধিকারের উপর কঠোর ব্যবস্থা নিয়েছে। ফলে, বার কর্মী এবং মালিকদের জেলে পাঠানো হয়েছে। ৫০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। নানা ভাষা শেখার অ্যাপ ডুওলিঙ্গোকে অনেক বিষয়বস্তু ডিলিট করতে বাধ্য করা হয়েছে। শিশুদের কার্টুন মাই লিটল পনিকে ১৮+ এর অধীনে ফেলা হয়েছে। এমনকি মেক-আপ ভিডিও পোস্ট করার জন্য একজন সমকামী ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা প্রতিবেশী ইউক্রেন দেশটির আক্রমণের সমালোচনা করেন, তাদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এসব বলার পর কাসাতকিয়া জানান, অস্ট্রেলিয়ার জন্য খেলা তাঁর জীবনের এক নতুন অধ্যায় এবং তার জন্য তিনি ভীষণ খুশি।

অস্ট্রেলিয়ার প্রতি আনুগত্য প্রকাশ সমকামী রুশ টেনিস তারকার
Leave a Comment