আমুদরিয়া নিউজ : এক সমকামী ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ কমলা হ্যারিসের বর্তমান সঙ্গী টিম ওয়ালজের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই অবশ্য তা এআই জেনারেটেড, ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে, নব্বইয়ের দশকে ম্যাথিউ মেট্রো নামে ওয়াল্জের এক প্রাক্তন ছাত্র এক্স হ্যান্ডেলে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করে। পোস্টটি পরবর্তীতে সরিয়ে ফেলা হয়।
