আমুদরিয়া নিউজ : আগামী ২০২৫ সালের জানুয়ারি থেকে সিনেমা নির্মাতাদের জন্য নতুন আইন লাগু করছে ফ্রান্স। বিশেষত, প্যারিসে যে সব চলচ্চিত্রের চিত্রগ্রহণ হবে, তার নির্মাতাদের আগেই লিখিতভাবে ওই আইন মেনে চলার কথা জানিয়ে দিতে হবে। যে আইন ভাঙলে কড়া শাস্তি হতে পারে।
ওই আইন অনুযায়ী, সিনেমার সেটে পুরুষ ও মহিলাদের জন্য সমান সুযোগ সুবিধা রাখতে হবে। লিঙ্গবৈষম্য চলবে না। সব ক্ষেত্রেই লিঙ্গসমতা বজায় রাখতে হবে। সিনেমার চিত্রগ্রহণের সময়ে যৌন হিংসার অভিযোগ যেন না ওঠে সেটা পুরোপুরি নিশ্চিত করতে হবে নির্মাতাকে।
এমনকী, নির্মাতাকে লিখিতভাবে জানাতে হবে, তাদের কলাকুশলীরা লিঙ্গসমতা সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত। সিনেমা সেটের প্রতিটি কলাকুশলীকে যৌন হিংসা রোখার ব্যাপারেও প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অভিনেতা-অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্য, যৌন দৃশ্যের ক্ষেত্রেও একাধিক নিয়ম মানতে হবে। অভিনেতা-অভিনেত্রীরা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পরে যেন কোনও অভিযোগ না ওঠে সেই ব্যাপারে সবরকম পদক্ষেপ আগেভাগেই নিতে হবে নির্মাতাকে। কারণ, ২০১৭ সালে মি টু আন্দোলন শুরুর পরে সিনেমা সেটে অনেক ঘটনার অভিযোগ উঠেছে। প্যারিসের ডেপুটি মেয়র ক্যারিন রোল্যান্ড (সংস্কৃতি বিষয়ক) ওই নতুন চার্টার সম্পর্কে বলেছেন। তবে শুধু সিনেমা নয়, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ নির্মাতাদের ক্ষেত্রেও ওই আইন প্রযোজ্য হবে।