আমুদরিয়া নিউজ : জীবনে চড়াই উতরাই থাকেই। তবে গন্তব্যে তো একসময় পৌঁছতেই হয়। সেরকমই গন্তব্যে পৌঁছনোর লক্ষ্যে রওনা দিয়েছিল দুটি হাঁস। তবে তাদের যাত্রাপথে ক্ষণিকের বাধা হয়ে দাঁড়ায় একটি কুকুর। কারণ হাঁস দুটি যেখান দিয়ে যাচ্ছিল সেখানেই বাড়ির উঠোনে পাহারা দিচ্ছিল একটি কুকুর। তাকে দেখে হাঁসেরা থেমে যায়। কুকুরটি থেকে একটু তফাতে গিয়ে বসে পড়ে। কারণ পাহারাদারকে তারা বিশেষ ভরসা করতে পারছিল না। তবে পাহারদার খুব নরম মনের মানুষ। হাঁসেদের অবিশ্বাস ঠাহর করে মূহুর্তেই তাদের থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে। হাঁসেরাও তক্কে তক্কেই ছিল। পাহরাদারকে ঘুরে বসতে দেখে সন্তর্পণে তাকে পাশ কাটিয়ে নিজেদের পথে এগিয়ে যায়। তারপর দূর দিয়ে দে ছুট। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলেছেন, পাহারাদার খুবই ভদ্রলোক।
