আমুদরিয়া নিউজ : জার্মানির শিল্পক্ষেত্রে দক্ষ শ্রমিক চাহিদার তুলনায় অনেক কম। ভারতের শ্রমিকরা ইচ্ছে করলে সেই জায়গা পূরণ করতে পারে বলে মনে করে জার্মানি। আগামী সপ্তাহে জার্মান চ্যান্সেলরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ভারত সফরের কথা। তার আগে জার্মান সরকারের পক্ষ থেকে এই তথ্য সামনে আনা হয়েছে। জার্মান শ্রমমন্ত্রীর বক্তব্য, ভারত থেকে শ্রমিক এলে ভারতেরও লাভ, জার্মানিরও লাভ।