আমুদরিয়া নিউজ : গাড়িতে বসে ফেসবুক দেখতে দেখতে প্রেমিকা প্রেমিককে বলেলন, দেখ মেয়েটা কী সুন্দর। প্রেমিক বললেন, না দেখব না। প্রেমিকা বললেন, একবার দেখ। প্রেমিক বললেন, না তোমাকে ছাড়া আমি কারোর দিকে তাকাব না। প্রেমিকা নাছোড়বান্দা। প্রেমিকের মাথা চেপে ধরে বললেন, না দেখতেই হবে। দেখ, দেখ। প্রেমিকও গোঁ ধরে বসে আছেন। তিনিও কিছুতেই দেখবন না। তবে কতক্ষণ আর পারা যায় ? এবার এক চোখ দিয়ে কোনও মতে দেখার যেন চেষ্টা করলেন তরুণ। প্রেমিকা এবার বললেন, দেখলে তো। এভাবেই তুমি অন্য মেয়েদের দিকে তাকাও। যাও তুমি কোথায় যাচ্ছিলে। আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, এতো মিছরির ছুরি।
