আমুদরিয়া নিউজ : মুম্বইয়ের এক সমুদ্র সৈকতে রাত কাটাতে গিয়ে প্রেমিকের দ্বারাই ধর্ষিতা হন এক তরুণী। পলাতক হয় অটোচালক প্রেমিক। বাবা-মা সব জেনে যাবে এই ভয়ে নিজেই যৌনাঙ্গে ব্লেড ও পাথর ঢুকিয়ে ফেলেন তরুণী। পরে রক্তপাত ও ব্যথার কারণে পুলিশের কাছে সব স্বীকার করেন তিনি।
