আমুদরিয়া নিউজ : লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এই জনপ্রিয় গানের রচয়িতা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হযেছেন। শুক্রবার রাতে চুঁচুড়ার বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হওয়ার পরে অরুণবাবু হিন্দুস্থান মোটরসে কাজ করতেন। নিয়মিত লিখতেন।
তাঁর লেখা লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা তাঁকে অতি জনপ্রিয় করে তোলে। এটি কবিতা হলেও পরে গান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।